এবার এক মঞ্চে দেখা যাবে পুতিন-কিম-জিনপিং’কে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৩৩ পিএম, ২৮শে আগস্ট ২০২৫


এবার এক মঞ্চে দেখা যাবে পুতিন-কিম-জিনপিং’কে
সংগৃহীহত ছবি।

চীন আগামী মাসে মহাসমারোহে আয়োজন করতে যাচ্ছে ‘ভিক্টরি ডে’ প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নেবেন বিশ্বের ২৬টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।


আরও পড়ুন: গাজায় ২৩৩ ইমামকে হত্যা করেছে দখলদার ইসরায়েল


বিশেষ আকর্ষণ হিসেবে এবার এক মঞ্চে দেখা যাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। ধারণা করা হচ্ছে, এটি হবে কিমের প্রথম আন্তর্জাতিক সম্মেলনমঞ্চে সরাসরি অংশগ্রহণ, যা বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।


তবে, নিমন্ত্রিত হলেও বেইজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং। অনেকটা নিশ্চিত ইরান, ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ। থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও।


চীনের ঘোষণা অনুযায়ী, এক ঘণ্টা ১০ মিনিটব্যাপী কুচকাওয়াজে প্রদর্শিত হবে বেইজিংয়ের সমরভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র। যার অস্তিত্ব এখনও বিশ্বের কাছে প্রকাশিত হয়নি। আর তাই, সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন এই প্যারেডের দিকেই।


আরও পড়ুন: ইউক্রেনে রাতভর রুশ হামলা, নিহত ১৪


তিয়েনআনমেন স্কয়ারে অনুষ্ঠিত হবে এই প্যারেড। বিভিন্ন ফরমেশনে চোখ জুড়ানো কুচকাওয়াজে অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর ১০ হাজার সদস্য।


ধারণা করা হচ্ছে, নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেমসহ কাটিং এইজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বেইজিং।


এসডি/