উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৯ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উড্ডয়নের পরপরই বড় ধরনের বিপত্তি ঘটে। দিল্লি থেকে ছেড়ে যাওয়া এআই ২৯১৩ নম্বর বিমানের ডান পাশের ইঞ্জিনে আগুন দেখা গেলে জরুরি পদক্ষেপ নিয়ে সেটি বন্ধ করে দেন পাইলটরা। পরে বিমানে থাকা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটি আবার দিল্লিতে ফেরানো হয়।
রবিবার (৩১ আগস্ট) সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ফ্লাইটটি। আকাশে ওঠার কিছুক্ষণ পরই ককপিটে থাকা পাইলটরা আগুনের সংকেত পান এবং সঙ্গে সঙ্গেই জরুরি অবতরণের প্রস্তুতি নেন।
আরও পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন এবং ফ্লাইটটি সুষ্ঠুভাবে দিল্লিতে অবতরণ করেছে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পড়েছিল। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটে।
এএস