ফের ধারাবাহিকে ফিরছেন পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩:৩০ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে পাখি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর ‘কুসুম দোলা’ ধারাবাহিকেও তিনি নিজের অভিনয় দক্ষতায় প্রশংসিত হন। দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও এবার নতুন রূপে আবারও ফিরছেন মধুমিতা।
আরও পড়ুন: অপু বিশ্বাস অর্থকষ্টে নিজের গয়না বিক্রি করলেন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মধুমিতাকে এবার দেখা যাবে ‘ভোলেবাবা পার করেগা’ নামে একটি নতুন ধারাবাহিকে। এই সিরিজে তিনি এক র্যাপার চরিত্রে অভিনয় করছেন। ইতোমধ্যে ধারাবাহিকটির ট্রেলার প্রকাশ্যে এসেছে এবং তা ঘিরে দর্শকমহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন ধারাবাহিকটির গল্প revolves করে একটি সাধারণ পরিবারের মেয়েকে কেন্দ্র করে, যার স্বপ্ন জনপ্রিয় গায়িকা হওয়া। তার এই স্বপ্নপূরণের অদম্য ইচ্ছা ও লড়াই নিয়েই গড়ে উঠেছে কাহিনি। ট্রেলারেই মধুমিতার র্যাপ পারফরম্যান্স নজর কেড়েছে অনেকের, তবে অনেকে আবার একে খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি।
আরও পড়ুন: নুরকে নিয়ে বিতর্কিত ফেসবুক পোস্টে সমালোচনার মুখে জয়
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। কেউ কেউ মধুমিতার নতুন লুকে উচ্ছ্বাস প্রকাশ করলেও, অনেকে আবার চরিত্র ও প্রেক্ষাপট নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তবে এখন দেখার বিষয় ধারাবাহিকটির সম্প্রচার শুরু হওয়ার পর মধুমিতার এই নতুন অবতার দর্শকদের মন জয় করতে পারে কি না।
এসডি/