ভক্তদের বড় সুখবর দিলেন তানজিন তিশা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১:২০ পিএম, ৩রা সেপ্টেম্বর ২০২৫


ভক্তদের বড় সুখবর দিলেন তানজিন তিশা
তানজিন তিশা সংগৃহীত ছবি।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ফ্যাশন শুট ও র‌্যাম্প মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতেই প্রথম ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন।


আরও পড়ুন: বনি আমার হাত শক্ত করে ধরেছিল: কৌশানী মুখার্জি


সম্প্রতি এক অনুষ্ঠানে মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে তিশা ব্যক্ত করেন আবেগঘন অনুভূতি।


তার ভাষায়, ‘আমার কাছে এটা সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কারণ আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেটার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। তাই মাকে সম্মাননা দিতে দেখে আমার আনন্দের সীমা নেই।’


ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, ‘আমার দর্শকরা যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’ 


আরও পড়ুন: বলিউডের গোপন নোংরামি নিয়ে মুখ খুললেন নায়িকা


অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।’


এসডি/