এনআইডি হারালে আর জিডি নয়, নতুন সিদ্ধান্ত ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৩ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নিয়ম অনুযায়ী, এনআইডি হারিয়ে গেলে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বাড়ছে শাস্তির মাত্রা, নিষিদ্ধ পোস্টার ব্যবহার
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নাগরিকরা এনআইডি হারালে জিডি করতে বাধ্য থাকতেন, যা সময়সাপেক্ষ ও ভোগান্তিকর ছিল। এখন থেকে আর সেই প্রক্রিয়া থাকছে না। এতে নাগরিকরা অনেকটাই স্বস্তি পাবেন। একইসঙ্গে এনআইডি সেবা আরও সহজ ও আধুনিক করার উদ্যোগও চলছে।
গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রায় সাড়ে ৯ লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

নির্বাচনি দায়িত্বে ইউএনও-ডিসিদের জন্য আসছে ২২০টি নতুন গাড়ি

নতুন মন্ত্রীদের জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো কিনতে যাচ্ছে সরকার

জাতীয় আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ইসি আনোয়ারুল

ভুল হতে পারে, কিন্তু নির্বাচনে অন্যায় প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ
