দাম্পত্য জীবনে টানাপোড়েন, ভাঙনের পথে মোনালি ঠাকুরের সংসার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের ব্যক্তিজীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হঠাৎ করেই সামনে এসেছে তার দাম্পত্য জীবনে অশান্তির খবর।
গায়িকার স্বামী মাইক রিখটার থেকে তিনি দীর্ঘদিন ধরেই দূরে রয়েছেন বলে জানা গেছে, আর সেই দূরত্ব এবার বিচ্ছেদে গড়াতে পারে।
আরও পড়ুন: এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী
সোশ্যাল মিডিয়ায় মোনালির সাম্প্রতিক কার্যকলাপ বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। তিনি ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন এবং একসঙ্গে তোলা সব ছবিও মুছে ফেলেছেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মোনালির মায়ের মৃত্যুর পর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হয়ে যায় দুজনের মধ্যে।
আরও পড়ুন: ভক্তদের বড় সুখবর দিলেন তানজিন তিশা
২০১৭ সালে একটি বিদেশ সফরে মোনালি ও মাইকের পরিচয় হয়। সেই পরিচয় থেকে জন্ম নেয় প্রেম, পরে গোপনে বিয়ে করেন তারা। ২০২০ সালে করোনাকালে ভক্তদের সামনে বিবাহের খবর প্রকাশ করেন গায়িকা। তবে কয়েক বছরের ব্যবধানে সম্পর্কে ভাঙন স্পষ্ট হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা আসতে পারে বলে শোনা যাচ্ছে।
এএস