ছড়িয়ে পড়া সেই ছবিটি নিয়ে মুখ খুললেন তাহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৮ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির কারণে আলোচনায় আসেন।
ছবিটিতে দেখা যায়, নবজাতককে কোলে নিয়ে আছেন তিনি। সঙ্গে দাবি ওঠে- শিশুটি তাহসান ও তার স্ত্রী রোজা আহমেদের সন্তান।
আরও পড়ুন: দাম্পত্য জীবনে টানাপোড়েন, ভাঙনের পথে মোনালি ঠাকুরের সংসার
তবে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন গায়ক। তিনি জানান, ছবিটি বর্তমানের নয়, বরং তিন বছর আগের। শিশুটি তার নিজের নয়, ছোট ভাইয়ের সন্তান।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তাহসান বলেন, “ছবিটা কয়েক বছর আগের। আমার ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তখনই তোলা হয়েছিল ছবিটি।”
আরও পড়ুন: এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী
তাহসান আরও বলেন, যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া সত্যিই হতাশাজনক।
এদিকে সংগীত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনি সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় মাসব্যাপী কনসার্টে অংশ নেবেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান রহমান খান।
এএস