সালমান শাহ মৃত্যুর পরও অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে: দীঘি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩:১৭ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


সালমান শাহ মৃত্যুর পরও অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে: দীঘি
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ চলে গেছেন অনেক বছর আগে, তবুও তার জনপ্রিয়তা ও আবেদন আজও অমলিন। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। অভিনয়, স্টাইল আর ক্যারিশমায় তিনি এখনও সমানভাবে মুগ্ধ করেন নতুন প্রজন্মের দর্শকদের।


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। তার প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা নানা স্মৃতিচারণ করেছেন। অনেকে তাকে নিয়ে কাজ করার সুযোগ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন।


আরও পড়ুন: আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!


অভিনেত্রী দীঘিও নিজের ফেসবুক পোস্টে স্মৃতিচারণ করেছেন এই ক্ষণজন্মা নায়ককে নিয়ে। তিনি লিখেছেন, “সময় যেন থমকে গিয়েছিল সেই ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। মাত্র কিছু বছরের চলচ্চিত্রজীবন, অথচ তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ আজও মানুষের মনে গেঁথে আছে। তিনি ছিলেন শুধুই একজন অভিনেতা নন, তিনি ছিলেন এক আবেগ, এক ভালোবাসা, এক প্রজন্মের স্বপ্নদ্রষ্টা। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’—প্রতিটি ছবিতে তিনি যেন নিজের হৃদয় ঢেলে দিয়েছিলেন। সালমান শাহ নেই, কিন্তু তার কাজ, তার স্মৃতি, তার হাসিমাখা সেই মুখ—সবকিছু আজও আমাদের মাঝে বেঁচে আছে। মৃত্যুর পরও তিনি অমর হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে।”


৯০ দশকের শুরুতে একের পর এক সুপারহিট ছবির মাধ্যমে ঢালিউডের রাজত্ব করেন সালমান শাহ। মাত্র চার বছরে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’, ‘এই ঘর এই সংসার’, ‘অশ্রু দিয়ে লেখা’।


আরও পড়ুন: এআই দিয়ে শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেসসহ, কোটি টাকার জরিমানা!


সালমান শাহ-শাবনূর জুটি দর্শক হৃদয়ে আজও সবচেয়ে জনপ্রিয়। শাবনূর ছাড়াও তিনি অভিনয় করেছেন মৌসুমী, শাবনাজ ও রোজিনার মতো তারকাদের সঙ্গে। তার অকাল প্রয়াণ হলেও সালমান শাহ আজও বেঁচে আছেন কোটি ভক্তের ভালোবাসায়।


এএস