আলিয়া-দীপিকাকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:২৪ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার লেভিস-এর নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে এই দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।
এই খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় দীপিকার ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন। তারা অভিযোগ করেছেন, আলিয়া দীপিকার জায়গা দখল করেছেন। কেউ বলছেন, আলিয়া সব জায়গায় ঢুকতে চায়। আবার কেউ দীপিকাকে ফেরত আনতে চাইছেন। অন্যদিকে আলিয়ার ভক্তরা এটিকে তার সাফল্যের স্বীকৃতি হিসেবে দেখছেন।
আরও পড়ুন: ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি সংগীতশিল্পী কুরাতুলাইন বালুচ
এ পর্যন্ত দীপিকা বা আলিয়া কেউই এ নিয়ে মন্তব্য করেননি।
সাম্প্রতিক সময়ে আলিয়াকে দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে। সামনে তিনি অভিনয় করবেন যশরাজ ফিল্মসের স্পাই মুভি ‘আলফা’ এবং সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে।
আরএক্স/