Logo

এবারের ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
এবারের ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’
ছবি: সংগৃহীত

তুমুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজনের প্রচার চলছে।এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।  ...

বিজ্ঞাপন

তুমুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজনের প্রচার চলছে।

এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।  আসছে ঈদ উপলক্ষে এবার ‘ব্যাচেলর রমজান’ নির্মাণ করতে যাচ্ছেন অমি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, 'ঈদের সময় আমরা প্রেমের নাটক, অ্যাকশন থ্রিলার এবং সিরিয়াস গল্প দেখি। কিন্তু শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে রোজা রাখে, কীভাবে তারা রমজান মাসটা পালন করে, কীভাবে সেহরি করে, কীভাবে রমজানের ঈদ পালন করে- এসব দেখি না। আমি যেহেতু ব্যাচেলরদের জীবন নিয়ে কাজ করছি, তাই এবারের রমজানে ‘ব্যাচেলর রমজান’ নাটকটি করার পরিকল্পনা করি।'
 

কাবিলা,পাশা,শুভ, হাবু- এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, কে একেবারে হাজী হয়ে যায়, কে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব বিষয়ই উঠে আসবে এই নাটকে।

আগামী ১৮ এপ্রিল থেকে ধ্রুব মিউজিকের ব্যানারে নির্মিতব্য ‘ব্যাচেলর রমজান’ নাটকটির শুটিং শুরু হবে। ঈদের দিন দর্শক নাটকটি দেখতে পাবেন।

বিজ্ঞাপন

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD