ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৩৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে প্রাণ গেল একজনের
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।


বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলছিল। এ সময় উচ্চপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখা হচ্ছে।


আরও পড়ুন: আগামীকাল এশিয়া কাপের বিমান ধরবে বাংলাদেশ দল


বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠে হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শকরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এর আগে গত শনিবার পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায় কোয়াডকপ্টার ব্যবহার করে হামলার ঘটনা ঘটে। সেখানে এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। হামলায় আহত হন কনস্ট্যাবল মোহাম্মদ হাবিব ও নাজিব খান নামে এক সাধারণ নাগরিক। এ ছাড়া একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।


আরও পড়ুন: বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন


কোয়াডকপ্টার দিয়ে পুলিশ স্টেশনে হামলারও চেষ্টা করা হয়েছিল। তবে সেটি ব্যর্থ হয়। এখনো এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশের ধারণা, সম্প্রতি সন্ত্রাসীদের ধরতে পরিচালিত ‘অপারেশন সারবাকাফ’-এর প্রতিশোধ হিসেবেই এমন হামলা চালানো হচ্ছে।


আরএক্স/