মুক্তিযুদ্ধের লেখা ইতিহাস ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা: বদরুদ্দীন উমর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

সময়ের সাহসী কণ্ঠস্বর, প্রখ্যাত ইতিহাসবিদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করা বদরুদ্দীন উমর ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স (পিপিই) ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা, গবেষণা, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সক্রিয় ছিলেন।
আরও পড়ুন: প্রাণিজ পুষ্টিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য: ফরিদা আখতার
গত বছরের ডিসেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে বদরুদ্দীন উমর বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখনো লেখা হয়নি। সরকারি ভাষ্যে যে ইতিহাস প্রচারিত হচ্ছে, তার ৮০ থেকে ৯০ ভাগই মিথ্যা। তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল না, বরং সাধারণ মানুষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক কর্মকর্তারাই যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
উমরের মতে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ছিলেন না, বরং তিনি পাকিস্তানের ভেতরে ক্ষমতার ভাগাভাগি চান। ২৫ মার্চের হামলার সময় আওয়ামী লীগের নেতৃত্ব ভেঙে পড়ে এবং নেতারা ভারতে আশ্রয় নেন। মুক্তিযুদ্ধে সর্বাধিক অবদান রেখেছেন জনগণ, এমনটিই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বদরুদ্দীন উমর ছিলেন মুক্তচিন্তা ও প্রগতির সংগ্রামে বাতিঘর: প্রধান উপদেষ্টা
আওয়ামী লীগের শাসনকাল ও স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করেন। তার মতে, একদলীয় বাকশাল প্রতিষ্ঠা, দুর্ভিক্ষ এবং দমননীতি দেশের জনগণকে হতাশ করে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বদরুদ্দীন উমর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এ গণঅভ্যুত্থানকে তিনি মুক্তিযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গণজাগরণ হিসেবে আখ্যায়িত করেন।
আরও পড়ুন: কোনো নেতার তোষামোদ করবেন না, রিজার্ভ রাখুন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ পতনের পর সৃষ্ট ক্ষমতার শূন্যতা ঐতিহাসিকভাবেই এই সরকার পূরণ করেছে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ডাকসু নির্বাচনে সম্পৃক্ততার গুজব প্রত্যাখ্যান করল সেনাবাহিনী

ক্যাসিনো ব্যবসা: আলোচিত সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতা

ব্যাংকিং সমস্যায় থমকে গেল ৪০০ পোশাক কারখানার চাকা

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ
