ফের হাসপাতালে ভর্তি পেলে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফের হাসপাতালে ভর্তি পেলে

বেশ কয়বছর ধরেই কোলন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। মাঝেমধ্যেই যেতে হয় হাসপাতালে। কোলন টিউমারের চিকিৎসা নিতে ফের হয়েছেন ভর্তি। ৮১ বর্ষী মহাতারকাকে ঘিরে আশার কথা হল, অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবেন।

সাও পাওলোর ইসরায়েলিটা অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে নিশ্চিত করেছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা।

‘২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার শনাক্তের পরপরই পেলেকে আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার অবস্থা ভালো ও স্থিতিশীল। কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে চিকিৎসা চালিয়ে যেতে নিয়মিত হাসপাতালে আসতে হবে তাকে।’

গত ফেব্রুয়ারিতে মূত্রনালির সংক্রামণে দুসপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। ২০১৪ সালে কিডনিতে ডায়ালাইসিস করাতে হয়েছিল। রয়েছে নিতম্বের সমস্যাও। ২০১৯ সালে কিডনিতে পাথর মিললে অস্ত্রোপচার করার সময় পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে।

পেলের ফুটবল ম্যাজিক ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেখেছে বিশ্ব। ৯২ ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন। ১৯৫৮, ’৬২ ও ’৭০ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের অন্যতম কাণ্ডারি তিনি।

এসএ/