শ্রীলঙ্কা সিরিজে থাকছেন, নিজেই জানালেন সাকিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীলঙ্কা সিরিজে থাকছেন, নিজেই জানালেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না, এই বিষয় নিশ্চিত করতে পারছিল না বিসিবি। তবে নির্বাচকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, সাকিবকে পাওয়ার আশা করছেন তিনি। অবশেষে বাংলাদেশে পা দিয়ে সাকিব নিজেই জানালেন, শ্রীলঙ্কা সিরিজে খেলছেন তিনি।

শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে ম্যাচ খেলার লক্ষ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে হুট করে নাম লিখিয়েছেন তিনি। গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটে ফেরার লক্ষ্যে মাশরাফী বিন মোর্ত্তজার দলের হয়ে ডিপিএলে সুপার লিগের ম্যাচে খেলতে নামবেন তিনি।

বিমানবন্দরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব জানিয়েছেন, আসন্ন টেস্ট ম্যাচ দুটিতে খেলা নিয়ে কোনো সন্দেহই ছিল না। টাইগার এই সুপারস্টার বলেন, ‘এটার (শ্রীলঙ্কা সিরিজে) সন্দেহের তো কোনো কারণ ছিল বলে তো আমার মনে হয় না। যদি কোনো ইমার্জেন্সি থাকতো তাহলে অন্য জিনিস। তবে হ্যাঁ, অবশ্যই খেলব। যদি ওই পর্যন্ত সুস্থ থাকি।’

এরপরই মোহামেডান থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেওয়া নিয়ে সাকিব আরও জানিয়েছেন, হুট করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যখন দেখলেন, রূপগঞ্জের হয়ে খেলার সুযোগ আছে, তখনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রূপগঞ্জে যোগ দেওয়া নিয়ে সাকিব বলেন, ‘একদম হঠাৎ করে সিদ্ধান্তটা নেওয়া। বলা চলে এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। ভাবলাম, একটা যেহেতু সুযোগ আছে খেলার, বিশেষ করে সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। এখন যদি আমি কিছু ম্যাচ খেলতে পারি, তাহলে আমার জন্য প্রস্তুতি হবে।’

দেশ সেরা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘বেশ অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেল। প্রায় এক মাসের মতো হলো ক্রিকেট খেলি না। তো যদি চারটা ম্যাচ খেলতে পারি, তাহলে খেলার ভেতর আসার একটা সুযোগ হলো আর কি। সে জন্য সুযোগটা নেওয়া।’

বর্তমানে মানসিকভাবে ভালো আছেন এবং কেবল শ্রীলঙ্কা সিরিজ নয়, সামনের সব ম্যাচই খেলতে চান জানিয়ে সাকিব আরও বলেন, ‘এখন অবশ্য একটু ভালো অনুভব করছি। এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সামনের যত ম্যাচ আছে, সব যেন খেলতে পারি।’

এসএ/