Logo

এক যুগ পর জেমসের নতুন গান আসছে চাঁদরাতে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
13Shares
এক যুগ পর জেমসের নতুন গান আসছে চাঁদরাতে
ছবি: সংগৃহীত

দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তী ‘নগরবাউল’ জেমস। বাংলাদেশের ‘গুরু’ খ্যাত নন্দিত এই শিল্পী মন মাতিয়েছন বলিউডেরও। গত এক যুগে সিনেমার একাধিক গানে ক...

বিজ্ঞাপন

দেশীয় ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তী ‘নগরবাউল’ জেমস। বাংলাদেশের ‘গুরু’ খ্যাত নন্দিত এই শিল্পী মন মাতিয়েছন বলিউডেরও। গত এক যুগে সিনেমার একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

তবে ভক্তরা অপেক্ষায় ছিলেন তার নিজের করা নতুন মৌলিক গানের জন্য। ভক্তদের সেই আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। এক যুগ পর নিজের মতো করে নতুন গান নিয়ে আসছেন এই তারকা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বসুন্ধরা গুঁড়া মসলার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। সেই পোস্টে লেখা হয়েছে, বসুন্ধরা গুঁড়া মশলার নিবেদনে একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে। সে পোস্ট থেকে জানা যায়, গানটি আসছে ইউটিউবে ‘বসুন্ধরা ডিজিটাল’ চ্যানেল থেকে। 

গানটির বিষয়ে জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক যুগ পর জেমস ভাইয়ের নতুন গান আসছে কথা সত্য। তবে এ নিয়ে বিস্তারিত জানতে হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। আজ বিকেলে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেখানে জেমস ভাইও উপস্থিত থাকবেন। তখনই গানটি নিয়ে বিস্তারিত জানানো হবে।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD