আবারও আলোচনায় অভিনেত্রী শ্রীময়ী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আবারও আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। খোলামেলা ছবি দিয়ে খবরের শিরোনামে এলেন শ্রীময়ী।
বুধবার (১১ মে) সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেছেন।
ছবিতে দেখা গেছে সাদা বাথটবে শ্রীময়ী শুয়ে আছেন কালো অন্তর্বাসে। জলের ছিটে সারা শরীরে। চোখ গিয়ে পড়ে অভিনেত্রীর শরীরের খাঁজে। ঠোঁটের লাল লিপস্টিক যেন এই ছবির আবেদন আরও বাড়িয়ে তুলেছে।
ছবির ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আরও সাহসী হও, নিজের মতো হয়ে ওঠো’।
ছবির কমেন্ট সেকশনে এখন ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর তারিফের বন্যা। একজন আবার লিখেছেন, এরকম আরও হট ছবি দেখতে চান তিনি। সঙ্গে বর্ষায় এরকম ছবি যে ‘গা গরম’ করে দেবে সেটাও লিখতে দেখা গেল অনেককে! সঙ্গে ট্রোলিংও হল। ‘এরকম অভদ্র সাজের কোনও মানেই হয় না’, লিখেছেন একজন। আরেকজনের মত, ‘কাজ পাওয়ার জন্য, খবরে থাকার জন্য এরা যে আর কী কী করবে!’
গত বছর থেকেই কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজের প্রেমের খবর শোনা যাচ্ছে। এমনকী, কাঞ্চন বউয়ের থেকে আলাদা থাকার কারণ হিসেবেও বারবার উঠে এসছে তাঁর নাম। তবে, মাঝে কয়েকদিন শ্রীময়ী আর কাঞ্চন একসঙ্গে দেখা দেননি। তবে অভিনেতা-বিধায়কের জন্মদিনের রাত থেকেই শুরু হয় নতুন বিতর্ক। মাঝরাতে শুভেচ্ছা তো জানানই, সঙ্গে পরেরদিনের পার্টিতে কালো ম্যাচিং পোশাকে একসঙ্গে কেক কাটতেও দেখা যায় তাঁদের। সঙ্গে শ্রীময়ীর কোমরে হাত দিয়েও ছবি তুলেছিলেন কাঞ্চন।
ওআ/