‘ছেলেদের পেটাই, এই কারণেই নাকি এখনও বিয়ে হচ্ছে না কঙ্গনার!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অন্যের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানি’ বলা চলে তাকে। তার ব্যক্তিজীবন নিয়েও অনেকেই প্রশ্ন তোলেন। জানতে চান, এখনও কেন বিয়ে করছেন না এই অভিনেত্রী? এ বিষয়ে এবার মুখ খুলেছেন 'কুইন' খ্যাত অভিনেত্রী।
‘ধকড়’ মুক্তি পাওয়ার অপেক্ষাতে রয়েছেন এখন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তাঁর। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শ্যুট করেছেন।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এরকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’ এরপরই সিদ্ধার্থ কান্নান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলেই উত্তর, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’
এই কথোপকথনের সময় হাজির ছিলেন জন আব্রাহামও। তিনিও এই মস্করায় অংশ নিয়ে বলে বসেন, ‘সিদ্ধার্থ এসব কথা ছড়িও না’। এরপর জনকে কঙ্গনার ব্যাপারে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। তবে ও চরিত্রের জন্য যাই করুক না কেন, আসল জীবনে ও মোটেও এরকম নয়। খুব মিষ্টি। খুব স্নেহভরা। ভগবানকে ভয় পায়। পূজা-পাঠ করে, যোগা করে। ও আসলেই একজন খুব সাধারণ মানুষ।’
মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনার 'ধাকড়'। এতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে পর্দায় হাজির হবেন তিনি। এই সিনেমার কিছু মারামারির দৃশ্য নিজেই শুট করেছেন নায়িকা।
ওআ/