কারিনার পর বাংলায় পা রাখলেন কারিশমা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কারিনার পর বাংলায় পা রাখলেন কারিশমা

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর। পর্দায় এই অভিনেত্রী আর গোবিন্দার রোমান্স দর্শকমনে এখনো সাড়া জাগায়। বেশ কিছুদিন বড় পর্দায় না থাকলেও দর্শকপ্রিয় এই অভিনেত্রী আবার ফিরছেন পর্দায়।

কারিনা কাপুর খানের পর এবার কারিশমা কাপুরও পা রাখলেন বাংলায়। বর্তমানে কালিম্পংয়ে সিনেমাটির শুট করছেন কারিনা। আর করিশমা কাপুর রয়েছেন কলকাতার বাওয়ালির রাজবাড়িতে। অভিনয় দেও-র পরিচালনায় কারিশমাকে দেখা যাবে ‘ব্রাউন’-এ। আর সেটার কাজেই তিনি পা রেখেছেন তিলোত্তমায়। এই সিরিজে কারিশমাকে দেখা যাবে গোয়েন্দার চরিত্রে৷ থাকছেন হেলেন। এদিকে ভারতীয় বাংলার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তেরও থাকার কথা আছে ‘ব্রাউন’-এ।

‘ব্রাউন’-এ কারিশমার চরিত্র প্রসঙ্গে জানা গেছে, খুব জটিল একটা চরিত্রে কাজ করবেন তিনি। যেকোনো অভিনেতার কাছেই এ কাজ যেমন আকর্ষক, তেমনি চ্যালেঞ্জিং। অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’ অবলম্বনে এই সিরিজের গল্প। জানা গেছে, আপাতত বাওয়ালির রাজবাড়িতেই চলছে শুট। তবে কারিশমার কলকাতা শিডিউল বেশ লম্বা। শহরের আরও কিছু আইকনিক জায়গায় শুট করবেন তিনি।

কারিনা কালিম্পংয়ের মেঘেদের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। হোটেলের বারান্দায় বসে শুটের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল তাকে। সুজয় ঘোষ পরিচালিত ‘ডিভোশন’-এর কাজে আগামী সাত দিন এখানেই থাকবেন। কারিনার সঙ্গে এই ট্রিপে রয়েছে খুদে জেহ। এটাই তার প্রথম বাংলায় সফর।

এসএ/