বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন দেবলীনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন দেবলীনা

কলকাতার ছোটপর্দার অভিনেত্রী দেবলীনা দত্ত। ‘রাজনন্দিনী’ সিরিয়ালে অভিনয় করে আলোচনায় এসেছেন। প্রেমের গুঞ্জনে বেশ কয়েক দিন ধরে আলোচনায় এ অভিনেত্রী।

অভিনেতা ঋষভ বসুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন! যদিও বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলেন না দেবলীনা। ঋষভের সঙ্গে ছবিও শেয়ার করেছেন। স্কাই ডাইভিংয়ের ছবিতে বেশ উত্তাপ ছড়াচ্ছেন এ অভিনেত্রী।

প্রেমের সম্পর্ক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেবলীনা বলেন, ‘এ কালের মানুষ বড় একচোখো। নারী-পুরুষ মানেই তাদের কাছে প্রেম! তার বাইরে কি ভাবতে নেই? আমার প্রেম একটাই ছিল, এখন পর্যন্ত আছে। আগামীকাল কী হবে বলতে পারি না।’

দেবলীনায় মতে, ‌‘তিনি আর ঋষভ যেন এক মায়ের পেটের ভাইবোন। তাদের মুখের মিলও নাকি এতটাই। অভিনেত্রীর কোনো ভাই বা বোন নেই। ঋষভ সেই অভাব পূরণ করেছেন। তার মা ছন্দা দত্তও অভিনেতাকে নিজের ছেলে বলে মনে করেন।’

দেবলীনা আরও বলেন, ‘বিবাহিত পুরুষের প্রেমের পড়েছি। তিনি স্কাই ডাইভার ম্যাক্স। ডিসেম্বরে আবার দুবাই যাবেন দেবলীনা। ম্যাক্সের সঙ্গে ডানা মেলবেন শূন্যে।’

এসএ/