নাসিক নির্বাচনে বহিরাগতদের প্রবেশ নিষেধ: পুলিশ সুপার জায়েদুল আলম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নাসিক নির্বাচনে বহিরাগতদের প্রবেশ নিষেধ: পুলিশ সুপার জায়েদুল আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে পুরো নারায়ণগঞ্জে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ভোটের  দিন কোনো বহিরাগতদের শহরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নাঃগঞ্জ জেলা পুলিশ সুপার। 

শনিবার (১৫ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বলেন, নাসিক নির্বাচনের দিন কোনো বহিরাগত শহরে প্রবেশ করতে পারবেন না। ভোটের দিন নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেব। যারা কাল শহরে বের হবেন, আপনারা পরিচয়পত্র নিয়ে বের হবেন। কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা ছাড় দেব না।

পুলিশ সুপার আরও বলেন,নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না, কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে। আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানেই থাকব।

ভোটারদের ভোট দিতে আসার আমন্ত্রণ জানিয়ে এসপি বলেন,মা,ভাই-বোনেরাসহ সব ভোটাররা সবাই ভোটকেন্দ্রে আসবেন। কেউ বাধা দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

এসএ/