ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, আহত ৪০
12Shares

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের সিনিয়র নেতারাসহ প্রায় ৩০-৪০ জন আহত হয়েছেন। আহতরা ঢাক...
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের সিনিয়র নেতারাসহ প্রায় ৩০-৪০ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, সম্প্রতি ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল-সমাবেশও করেছেন। তবে টিএসসির পাদদেশে ছাত্রদলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ ওঠে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে।
ছাত্রদলের দাবি, সেই অভিযোগের ব্যাখ্যা দিতে তারা ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির দিকে যাচ্ছিলেন। এসময় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। মুহূর্তেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে নেওয়া হয়।
তারা জানান, ছাত্রলীগের হামলায় আমাদের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ইজাজুল করিম এবং সদস্য মানুসূরা গুরুতর আহত হয়ে জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন। অন্তত ৩০ জন নেতাকর্মীর আহত হয়েছেন, সবাই চিকিৎসা নিচ্ছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
বিজ্ঞাপন
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, ‘আমাদের ৩০-৪০ জন হাসপাতালে ভর্তি। নেতাকর্মীদের চিকিৎসা দিয়ে আমরা আবারও ক্যাম্পাসে ঢুকব এবং আন্দোলন চালিয়ে যাব।’
এসএ/








