অতিরিক্ত ডিআইজি হলেন লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অতিরিক্ত ডিআইজি হলেন লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম পিপিএম)

বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে জেলা পুলিশ লালমনিরহাট’র ফেসবুক পেজে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন লালমনিরহাটের পুলিশ সুপার  আবিদা সুলতানা (বিপিএম-পিপিএম-)

লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম- পিপিএম) ২২তম বিসিএসে পুলিশ বিভাগে যোগদান করেন আবিদা সুলতানা  ২০০৩ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

২০ ডিসেম্বর ২০১৯ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে  আবিদা সুলতানাকে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়।

২০২০ সালের ১৫ জানুয়ারি লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

২০১৯ সালের পুলিশ সপ্তাহে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো নারী কর্মকর্তা এ দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন  আবিদা সুলতানা। কৃতিত্বপুর্ণ কাজের জন্য তিনি বিপিএম সেবা ও পিপিএম সেবা পদকেও ভূষিত হন।

পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে চারবার এবং সেকেন্ড ইন কমান্ড হিসেবে চারবার দায়িত্ব পালন করেন।

তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে ইন্টার্নাল ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেই কিছু দিনের মধ্যেই আবিদা সুলতানা (বিপিএম- পিপিএম)নামটি লালমনিরহাট জেলার সর্বত্র ছড়িয়ে পরে, অসহায় আর্তপীড়িত সাধারণ মানুষদের হৃদয়ে, মাদক ব্যবসায়ী, অপরাধী ও সন্ত্রাসীদের বুকের কম্পন এবং পুলিশই জনগনের শেষ আশ্রয়স্থল এমন ভরসা ও আস্থার জায়গা তিনি তৈরি করে নেন।

তিনি তার কর্মগুনে একদিকে লালমনিরহাট জেলাবাসীর কাছে মানবিক পুলিশ সুপার হয়ে উঠেছেন। তাছাড়া রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য যে, পুলিশ সুপার হিসেবে যোগদানের পরই জেলাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন। লালমনিরহাট জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ান তিনি। সাধারণ মানুষের সাথে সর্বদা মিশে নিজের শুনাম অর্জন করে নিয়েছেন  এসপি আবিদা সুলতানা।

এসএ/