সাই পল্লবীর বিরুদ্ধে হিন্দু নেতাদের থানায় অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাই পল্লবীর বিরুদ্ধে হিন্দু নেতাদের থানায় অভিযোগ

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও, একদম বেছে বেছে কাজ করেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী। আইনি জটিলতায় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

জানা গেছে, হায়দরাবাদের সুলতানবাজার থানায় পল্লবীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পল্লবী যে সাক্ষাৎকারে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মন্তব্য করেছেন, সেটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘ভিরাতা পারভাম’-এর প্রচারে গিয়ে রাজনীতি নিয়ে প্রশ্নের সম্মুখীন হন সাই পল্লবী। জবাবে অভিনেত্রী বলেন, “নিরপেক্ষ পরিবেশের মধ্যে বড় হয়েছি। বাম-ডানপন্থীদের সম্পর্কে অনেক কিছু শুনেছি। কিন্তু বলতে পারব না, কে ঠিক আর কে ভুল।”

এ সময় ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় দেখানো হয়েছে, কীভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। সম্প্রতি এক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন। তাকে মুসলমান বলে সন্দেহ করায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর হামলাকারীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছেন। তাহলে কাশ্মীরের ঘটনার সঙ্গে এর কী পার্থক্য রয়েছে?”

প্রসঙ্গত, জর্জিয়ার এক মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন সাই পল্লবী। ২০০৮ সালে শখের বসেই একটি ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নেন তিনি। এরপর অভিনয়প্রীতিই তাকে টেনে এনেছে সেলুলয়েডে। দুর্দান্ত নাচ ও সাবলীল অভিনয় তাকে দ্রুত জনপ্রিয়তা এনে দেয়।

এই অভিনেত্রীর গালে কিছু ব্রণের দাগ লক্ষ্য করা যায়। মজার ব্যাপার হলো নায়িকার ভক্তরা এই ব্রণের দাগের প্রশংসায় পঞ্চমুখ। সাই পল্লবীকে খুব একটা মেকআপ নিতেও দেখা যায় না। সামান্য মেককাপেই যেন অনন্য তিনি।

এসএ/