বিবাহ অভিযানে থাইল্যান্ডে নুসরাত ফারিয়া!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিবাহ অভিযানে থাইল্যান্ডে নুসরাত ফারিয়া!

ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে তিনি দুই বাংলাতেই তিনি বেশ জনপ্রিয়। এবার বিবাহ অভিযানের জন্য থাইল্যান্ড যাচ্ছেন এ অভিনেত্রী। বিয়ের জন্য না, সিনেমা বিবাহ অভিযান এর শুটিংয়ের জন্য। 

২০১৯ সালে মুক্তি পাওয়া বিবাহ অভিযান সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। নতুন সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। সিক্যুয়েলটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।

ভারতের পাশাপাশি শুটিং হবে বিদেশেও। সে জন্য থাইল্যান্ডে উড়াল দিচ্ছেন নুসরাত ফারিয়া। অভিনেত্রী জানিয়েছেন, “শুটিং হবে থাইল্যান্ডে। তাই এবার কোরবানির ঈদে দেশে থাকা হচ্ছে না আমার। বিদেশেই শুটিং নিয়ে ব্যস্ত থাকতে হবে।”

এবারের ঈদে আইকনম্যান শিরোনামের একটি নাটকে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অপারেশন সুন্দরবন, মুজিব: একটি জাতির রূপকার, পাতালঘর সহ একাধিক সিনেমা। সম্প্রতি কলকাতায় রকস্টার সিনেমার কাজ শেষ করেছেন তিনি।

এসএ/