ঢাকা মাতাবেন শিল্পা শেঠি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঢাকা মাতাবেন শিল্পা শেঠি

মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। শুধু অতিথি হিসেবে নয়, পারফর্ম করতেও দেখা যাবে এ নায়িকাকে।

৬ বছর পর বাংলাদেশে আসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিল্পা শেঠি এক ভিডিও বার্তায় বলেন, “প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।”

আগামী জুলাই মাসের ২৮ ও ২৯ তারিখে ঢাকায় হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২। এটি অনুষ্ঠিত হবে বনানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার বলরুমে। আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা পুরো সময়জুড়েই উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, অপু বিশ্বাস, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে।

দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে। এ ছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ড্যান্স পারফরম্যান্স, মিউজিক্যাল পারফরম্যান্সসহ অনেক আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশে ছোট-বড় ব্র্যান্ড-ওনার, যাঁদের শো-রুম আছে এক বা একাধিক এবং অনলাইনে যাঁরা কাপড় নিয়ে বিজনেস করছেন, তাঁদের জন্য এই এক্সপোর আয়োজন করা হয়েছে।

এসএ/