Logo

বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে: খাদ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
8Shares
বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

“আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্লোগান বলে দেয় বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে...

বিজ্ঞাপন

“আওয়ামী লীগ বলে ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আর বিএনপি বলে ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্লোগান বলে দেয় বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। তাদের বিচার জনতার আদালতে হবে।”

বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু হবে না। কোন ষড়যন্ত্র তা রুখতে পারেনি। তাদের সে কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। আগামী ২৫ জুনে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশে আনন্দ শোভাযাত্রা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

বিএনপি বঙ্গবন্ধুকে হত্যা করেছে: খাদ্যমন্ত্রী