জামা কেনার টাকা ছিলো না: কাঁদলেন সালমান খান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বলিউডে সালমান খান ও সুনীল শেঠির গভীর বন্ধুত্ব সম্পর্কে সবাই অবগত। তাদের বন্ধুত্ব নিয়ে চর্চাও হয় বি-টাউনে। আবার পুরানো দিনের সেই গান বাঁজলো ভাইজানের মুখে।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ‘এ মাসের শুরুতে আবুধাবি শহরে আয়োজন করা হয়েছিল আইফা অ্যাওয়ার্ড-২০২২। আগামী ২৫ জুন রাত ৮টায় কালার্স টিভিতে সম্প্রচার হবে সেই শো। এক প্রোমোয় দেখা গেল সালমানের চোখে জল। আর্থিক দুঃসময়ের কথা বলতেই সুনীলের বন্ধুত্বের প্রসঙ্গও উঠে এলো।’
সালমান খান জানালেন, “ওই সময় আর্থিক সঙ্কট ছিল। সুনীল শেঠি তা বুঝতে পেরে জামাকাপড় কিনে দিয়েছিলেন।”
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘রিতেশ দেশমুখ সালমানকে প্রশ্ন করছেন, ‘তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কী?’
ভাইজানের ভাষ্য, “একটা সময় যখন আমার কাছে কোনও টাকা ছিল না, তখন একবার সুনীল শেঠির কাপড়ের দোকানে গিয়েছিলাম। খুব দামি দোকান, একটা টি-শার্ট বা জিন্স কেনার থেকে বেশি টাকা সে সময় আমার কাছে ছিল না। সুনীল বুঝেছিল আমার কাছে কোনও টাকা নেই। তাই ও আমাকে তখন একটা বেশ দামি স্টোন ওয়াশড টি-শার্ট উপহার দিয়েছিল। লক্ষ করেছিল, একটা ওয়ালেটের দিকেও আমার চোখ গেছে।”
এ সময় তাঁর চোখে জল দেখা যায়। এরপর সালমানকে হাঁটতে দেখা যায়, সেখানে সুনীল শেঠির ছেলে অহন শেঠি বসেছিলেন। পাশে বসেছিলেন অহনের মা মানা শেঠি। অহন উঠে দাঁড়ান। সালমান সুনীলপুত্রকে জড়িয়ে ধরেন।
সালমান এরপর বলেন, “সে (সুনীল শেঠি) আমাকে ঘরে নিয়ে যায় এবং একটি ওয়ালেট দেয়।”
আইফা অ্যাওয়ার্ড শোতে ভারতের বিনোদন অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন।
এসএ/