প্রথম অর্জন স্বাধীনতা, দ্বিতীয় অর্জন পদ্মা সেতু: ওমর সানী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রমত্তা পদ্মা নদীর ওপর বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আমার বাড়ি বরিশালের গৌরনদীতে, জন্ম কালিগঞ্জ, জিনজিরা ঢাকা। শ্বশুরবাড়ি সাতক্ষীরা, খুলনায়। বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। একটা সময় অসম্ভব ছিল পদ্মা সেতু। বিশ্বব্যাংক না করে দিলো। তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন, হবে। তখনো ভাবতে পারিনি এটা হবে। ধন্যবাদ প্রধানমন্ত্রী। আমার পর আরও প্রজন্ম আসবে। প্রজন্মের পর প্রজন্ম এটা দেখবে।
পদ্মা সেতু মাথা উঁচু করে রাখবে। বাইরে গেলে অনেকেই আমাদের তুচ্ছজ্ঞান করেন। পদ্মা সেতু এখন সেই সুযোগটা তাদের দেবে না। আমরা অধীর হয়ে অপেক্ষা করছি পদ্মা সেতুতে উঠতে।
সারা বাংলাদেশের চাপ পড়ে ঢাকায়। আমার মনে হয়, এই চাপ লাঘব হবে। দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে শুনে আসছি, ব্যবসায়ীরা বলছেন, কাঁচাপণ্য তারা ওদিক থেকে আনতে পারেন না। আমি আশা করবো, এখন এগুলোর দাম কমবে। পদ্মা সেতু আমার লাগবে, আপনার লাগবে। আমাদের গর্বের পদ্মা সেতু। আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু! সমালোচনা নয়, আসুন আমরা একমুখে বলি, আমাদের পদ্মা সেতু।’
ওআ/