দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো: অপু বিশ্বাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো: অপু বিশ্বাস

স্বপ্ন এখন বাস্তব। প্রমত্তা পদ্মা জয় করেছে বাংলাদেশ। উদ্বোধন করা হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। 

শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের অবাধ সমৃদ্ধির দ্বার উন্মোচিত হল। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘নানা বাধাবিঘ্নের পর অবশেষে চালু হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। বাংলাদেশী হিসেবে আমি গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তারই প্রমাণ। দেশের ২১টি জেলার মানুষ এই সেতু দিয়ে পদ্মা পার হলেও আমি মনে করছি পুরো দেশের মানুষ এই সেতুর সুফল ভোগ করতে পারবেন। দেশের উন্নয়নে নতুন একটি দ্বার উন্মোচিত হলো।’

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘দক্ষিণ উপকূলের মানুষ জীবন-জীবিকার তাগিদে ঢাকামুখী ছিল। পর্যটনখাতও বেশ পিছিয়ে আছে। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণ উপকূলের কৃষি, পর্যটন ও শিল্প বিকাশের অবারিত সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সুফল মিলবে সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায়।’

ওআ/