Logo

অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী: জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
12Shares
অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী: জয়া আহসান
ছবি: সংগৃহীত

স্বপ্ন এখন বাস্তব। প্রমত্তা পদ্মা জয় করেছে বাংলাদেশ। উদ্বোধন করা হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। এদিকে, এই সেতু ঘিরে দেশের মানুষের এ...

বিজ্ঞাপন

স্বপ্ন এখন বাস্তব। প্রমত্তা পদ্মা জয় করেছে বাংলাদেশ। উদ্বোধন করা হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। 

এদিকে, এই সেতু ঘিরে দেশের মানুষের এখন ভাসছে আনন্দের বন্যায়। উদ্বোধন স্থল থেকে শুরু করে দেশের প্রতিটি অঞ্চলেই চলেছে এই নিয়ে আলোচনা। আর নেট দুনিয়া পুরোটাই মেতে আছে এই আনন্দে।

বিজ্ঞাপন

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারকারাও।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গণমাধ্যমে বলেন, ‘গোপালগঞ্জে দাদার বাড়ি যাওয়ার সময় পদ্মা পার হওয়াটাই ছিল সবচেয়ে বড় ঘটনা। স্মৃতি থেকে অন্য সবকিছু মুছে গেলেও পদ্মাকে মুছে দেয় সাধ্য কার? ছোটবেলায় সাগর দেখিনি, মনে হতো সাগর পাড়ি দিচ্ছি।’

বাংলাদেশে সব নদীর রানী পদ্মা উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেছেন, ‘দীর্ঘ পথে পদ্মা মর্মে মর্মে বুঝিয়ে দেয় ওর অস্তিত্ব। বুঝিয়ে দেয় সে আছে— সৌন্দর্যে, বিশালত্বে, আবেগে, বাংলাদেশের মূল ধমনি হয়ে আমাদের জীবনযাত্রায়। সেই পদ্মা নদীর দুই পার এবার যুক্ত হলো সেতুবন্ধে।’

বিজ্ঞাপন

এই অভিনেত্রীর কণ্ঠে ঝরেছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং স্থির প্রতিজ্ঞার প্রশংসা। ‘পদ্মা সেতু রচনায় যে অনমনীয় নেতৃত্বের প্রয়োজন ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থির প্রতিজ্ঞায় বীরের মতো সেই নেতৃত্ব দিয়েছেন। এই সেতু গড়ে ওঠার পথে পদে পদে ছিল বাধা। অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু প্রধানমন্ত্রীর অনমনীয় সংকল্পের এক অমোঘ চিহ্ন।’ বলেন তিনি। 

জয়া আহসান আরো বলেন, ‘পদ্মা সেতু ভবিষ্যতে আমাদের কী দেবে সেটা পরের কথা। আপাতত আমাদের হারিয়ে যাওয়া সাহস ফিরিয়ে দেওয়াই এর সবচেয়ে বড় কীর্তি।’ 

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD