কাইকোস দ্বীপপুঞ্জে একান্তে প্রিয়াংকা-নিক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দেশিগার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস এক জনপ্রিয় দম্পত্তি। বর্তমানে সমুদ্রপাড়ে নিজেদের একান্ত মুহূর্ত কাটাচ্ছেন এ দম্পত্তি।
নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে বিরতি নিয়েছেন তারা। অবসর সময় কাটাতে উড়াল দিয়েছেন তুর্কি এবং কাইকোস দ্বীপপুঞ্জে। ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র সৈকতে, সমুদ্রের পানে তাকিয়ে উপভোগ করছেন সূর্যোদয়, সূর্যাস্ত। তাদের এমনি কিছু মুগ্ধকর ছবি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "@nickjonas#islandgirl#photodump"। একটি ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াংকা নিকের গালে চুমু দিচ্ছেন যেখানে সূর্য তাদের পেছনে উকি দিচ্ছে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি ইয়টে পোজ দিচ্ছেন তারা।
আরও একটি ছবিতে কালো বিকিনি এবং শর্টস পরে নিকের সাথে পোজ দিচ্ছেন প্রিয়াংকা। যেখানে নিককে দেখা গেছে অভিনেত্রীরে কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। এছাড়াও দেশি গার্লকে একক ঝলকে দেখা গেছে সমুদ্র সৈকতে দৌড়াতে, সোফায় ঘুমাতে বা বৃষ্টির সঙ্গে ডাবের পানি উপভোগ করতে।
সোশ্যাল মিডিয়ায় এসব ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই দম্পতি। তাদের ভক্ত ও অনুরাগীরা পোস্টে মন্তব্য করছেন, 'লাভলি কাপলি, এবং কিউট বলে ডাকে।' অন্য একজন ভক্ত তাদের অ্যাখায়িত করেছেন 'লাভ বার্ডস' বলে ডেকে। বলিউডের আরেক জনপ্রিয় তারকা রণবীর সিংও পোস্টের প্রতিক্রিয়ায় হার্ট ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।
এসএ/