Logo

আমি নারী, পার্সেল নই: আলিয়া ভাট

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
8Shares
আমি নারী, পার্সেল নই: আলিয়া ভাট
ছবি: সংগৃহীত

বলিউড সিনেমা নির্মাতা মহেশ ভাটের মেয়ে এবং অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার চটলেন কিছু মিডিয়ার উপর। পিতা-মাতা হচ্ছেন বলিউড...

বিজ্ঞাপন

বলিউড সিনেমা নির্মাতা মহেশ ভাটের মেয়ে এবং অভিনেতা রণবীর কাপুরের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এবার চটলেন কিছু মিডিয়ার উপর। পিতা-মাতা হচ্ছেন বলিউড এ দম্পত্তি এই তথ্য প্রকাশের পরেই আলিয়ার প্ল্যানিং থেকে শুরু করে সন্তানকে ঘিরে তার ইচ্ছা-অনিচ্ছা, এমনকি সন্তানকে নিয়ে আলিয়া-রণবীরের ভবিষ্যতবাণীও উঠে এসেছে খবরের শিরোনামে। এ সব খবরেই চটেছেন তিনি।

বর্তমানে লন্ডনে রয়েছে এই অভিনেত্রী। সেখানে চলছে তার সিনেমার কাজ। খবরে সেগুলো নিয়েও কথা উঠেছে।

বিজ্ঞাপন

এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে তার মেজাজটা তিরিক্ষি হয়ে গেছে। রির্পোটটিতে লেখা হয়েছে, ‘জুলাইয়ে শুটিং থেকে ফিরে বিশ্রাম নেবেন আলিয়া। তাকে লন্ডন থেকে মুম্বাই নিয়ে আসবেন রণবীর নিজে। সেভাবেই নিজের প্রেগনেন্সি প্ল্যান করেছেন আলিয়া, যাতে তার বাকি সব সিনেমার কাজ শেষ হয়ে যায়!’

বিষয়টি নিয়ে অভিনেত্রী লেখেন, “এখনও আমরা কিছু মানুষের মাথায় এভাবেই রয়ে গেছি। এখনও আমরা সেই পিতৃতান্ত্রিক দুনিয়াতেই বাস করছি। কোনও কিছুই পিছিয়ে যাবে না। কেউ কাউকে তুলতে আসবে না। আমি একজন নারী, পার্সেল নই। আমার বিশ্রাম নেওয়ার কোনও দরকার নেই কিন্তু জেনে ভালো লাগল যে আপনারা সবাই চিকিৎসকের সার্টিফিকেট প্রাপ্ত। এটা ২০২২ সাল। আমরা এই ধরনের ধারণা থেকে দয়া করে বের হতে পারি? এবার আমাকে যদি অব্যাহতি দেন, আমার শট রেডি।”

সোমবার (২৭ জুন) আলিয়া ভাট তার ইনস্টাগ্রামে মা হচ্ছেন জানিয়ে ছবি প্রকাশ করেন। এতে দেখা যায়, এই অভিনেত্রী হাসপাতালের বেডে শারীরিক চেকআপ করাচ্ছেন। তার হাত পেটের ওপর, তাকিয়ে রয়েছেন মনিটরের দিকে। এরপরই কাপুর পরিবার নতুন অতিথিকে বরণের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। 

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD