রোমান্টিক দৃশ্যে ভয়ে ছিলাম: মিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দুই বাংলার জনপ্রিয় ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোমান্টিক দৃশ্যে খুবই কম দেখা যায় এ অভিনেত্রীর। তবে এবার পরাণ নামের একটি চলচ্চিত্রের প্রচারে এসে নিজের সম্পর্কে স্বীকারোক্তি দিলেন বিদ্যা সিনহা মিম। তার সহ অভিনেতারা হলেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
ছবিটি ঈদে মুক্তি পাবে বলে প্রচারণা চালানো হচ্ছে। এই চলচ্চিত্রে শরিফুল রাজের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভয়ে থাকতেন বলে জানালেন মিম।
সম্প্রতি ফেসবুকে লাইভ আড্ডা দেন মিম, রাজ ও বাকি কুশীলবরা। সেখানে মিমকে প্রশ্ন করা হয় শুটিং করতে গিয়ে তাদের একে-অপরের কোন বিষয়গুলো বিরক্তিকর লেগেছে?
এ প্রশ্নের উত্তরে মিম বলেন, “রাজ পুরো অস্থির। রোম্যান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত, যেন দাঁত ভেঙে যাচ্ছে! শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ, প্লিজ আমাকে একটু আস্তে ধরো।”
রাজ জানান, “মিমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। শুটিংয়ের সময় মিম কথা বলা শুরু করলে, বলতেই থাকেন।”
২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি।
এসএ/