লিবিয়ার পার্লামেন্ট ঘেরাও করে বিক্ষোভকারীদের আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লিবিয়ার পার্লামেন্ট ঘেরাও করে বিক্ষোভকারীদের আগুন

লিবিয়ার তবরুক শহরে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে দিয়ে ভবনের একাংশে আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা টায়ার পোড়ানোর ফলে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। খবর বিবিসি। 

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট, মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার বেশ কিছু শহরে বিক্ষোভ-আন্দোলন চলছে। রাজধানী ত্রিপলিতে বিক্ষোভ করে নির্বাচনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

তাদের এ দাবিতে সমর্থন জানিয়ে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ বেইবাহ বলেছেন, দেশটির প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনা জরুরি। 

লিবিয়ায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এ বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। 

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফি সরকারের উৎখাতের পর থেকেই লিবিয়াতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 

তেলসমৃদ্ধ এই দেশটি একসময় আফ্রিকার সবচেয়ে উন্নত জীবনমানসম্পন্ন দেশ ছিল। তবে বিভিন্ন দলের রেষারেষিতে সেই সমৃদ্ধি ও স্থিতিশীল অবস্থা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। 

এসএ/