টিলা থেকে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে আসামরাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন আছিমগঞ্জে। শুক্রবার আছিমগঞ্জ জিপির নয়াটিলা গ্রামে ঘটেছে এই মর্মান্তিক হৃদয় বিদায়ক ঘটনাটি সংগঠিত হয়েছে। একসঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নবদম্পতিকে।
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্তে নেমেছে পাথারকান্দি পুলিশ। মাত্র দেড়মাস আগে সাব্বির আহমেদ এবং রুকসানা বেগমের বিয়ে হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে আহার করে সবাই নিজ নিজ কোঠায় গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকেরা ঘুম থেকে উঠে তাদের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পূর্বে থাকা টিলা ভূমিতে একটি কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয় জনসাধারণ ঘটনাটি পাথারকান্দি থানা ও সার্কল অফিসারকে খবর জানান।
খবর পেয়ে পাথারকান্দি পুলিশ ও সার্কল অফিসার অর্পিতা দত্ত মুজমদার ঘটনাস্থলে এসে উপস্থিত হলে তাদের সামনে ঝুলন্ত যুগলের দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে বিয়ের দেড় মাস হতে না হতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এলাকায়। তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় গ্রামবাসী।
এসএ/