বোনের ধর্ষণচেষ্টাকারীকে কুপিয়ে হত্যা করলো ভাই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চলিত বছরে ভারতের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় একের পর এক শ্লীলতাহানি, ধর্ষন ও খুনের ঘটনা সামনে আসছে ব্যাপক হারে। এমনকি, কয়েকমাস পূর্বে সংগঠিত হাঁসখালি হত্যাকান্ডে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। এমনকি, ওই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্য নিয়ে তৈরি নানা সমালোচনা ও বিতর্ক। পাশাপাশি, সরব হয় বিরোধীরাও।
এছাড়াও, একটা সময়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনখড়। পাশাপাশি, গোবর ডাঙা, শান্তি নিকেতন, হাওড়া সহ একাধিক এলাকার বিভিন্ন ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যদিও, বেশির ভাগ ক্ষেত্রেই নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের কর্মীদের। এমতাবস্থায়, ফের রাজ্যের সামনে এলো ধর্ষণচেষ্টার অভিযোগ। শুধু তাই নয়, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটেছে খুনের ঘটনাও।
জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের শীতলকুচিতে এই ঘটনাটি সংগঠিত হয়েছে।
খবরের প্রকাশ, বোনের ধর্ষণচেষ্টার জন্য অভিযুক্তকে হত্যা করেছে ভাই। গত শুক্রবার শীতলকুচির রাজার বাড়ি এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। আর সেই ঘটনার তদন্তে নেমেই এই চাঞ্চল্যকর তথ্যটি জানতে পারে পুলিশ। পাশাপাশি ওই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ওই খুনের কথা স্বীকার করেছে। পাশাপাশি এই যুবক জানিয়েছে যে, বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় তার বাড়িতে গিয়ে হঠাৎই তার নাবালিকা বোনকে ধর্ষণচেষ্টা করে মৃত যুবক। তারপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নাবালিকার ভাই তথা খুনে অভিযুক্ত ওই যুবক।
এসএ/