বিহারে বজ্রপাতে ১০ জন নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বজ্রপাতের কবলে পরে ভারতের বিহাররাজ্যে মৃত্যু মিছিল অব্যাহত। গত সপ্তাহেই ১৬ জনের মৃত্যু পরে ফের শনিবার (২ জুলাই) মারা গেলেন ১০ জন। ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বাজ পড়ে ২৬ জনের প্রাণহানী হল বিহার রাজ্যে। ৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
জানা যায়, শনিবার শুধু সারান জেলাতেই বজ্রপাতে মারা গেলেন ৬ জন। এছাড়া সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলাগুলির প্রত্যেকটিতে ১ জনের মৃত্যু হয়েছে। আচমকা পরিজনদের মৃত্যু মানতে পারছেন না কেউ। শোকে ভাসছে নিহতের পরিবার। প্রবল বৃষ্টিতে ভিজছে বিহারের বিভিন্ন এলাকা। রাতে ভারীবৃষ্টির পাশাপাশি দমকা হওয়া ও বইতে দেখা যায়। একাধিক জায়গায় উপড়ে গিয়েছে গাছপালা। শনিবার থেকে উত্তর মধ্য ও দক্ষিণ পশ্চিম বিহারে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত। বারাউনিতে বৃষ্টি হয়েছে ৯৩•২ মিমি। এছাড়া মোহানিয়া, বীরপুর,ঘোসি ও থার্নাতে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৮৬•৬ মিমি,৬৮•৮ মিমি, ৬৫•৪ মিমি ও ৫৯•২ মিমি।
আবহওয়া দপ্তর জানিয়েছেন রবিবার ও প্রবল বৃষ্টি হবে। সোমবারের আগে আকাশ পরিস্কার হওয়া সম্ভাবনা নেই। জুন মাসে বিহারে বজ্রপাতের কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে ২০ জুন মারা যান ১৭ জন। নিহতদের মধ্যে ৬ জন ভাগলপুর এবং ৩ জন বৈশালীর বাসিন্দা। সাগাড়িয়া, বাঁকা, কাটিহার, শাহারশা, মাধেপুর এবং মুঙ্গের জেলার ২ জন করে বাসিন্দা বজ্রপাতের বলি হন। সেই ধাক্কা কাটিয়ে উঠতেনা উঠতেই ফের বজ্রপাতে প্রাণ হারালেন আরও ২৬ জন।
পরিসংখ্যান বলছে, গত বছরে ১ হাজারের ও বেশি মানুষ মারা গিয়েছে বজ্রপাতের কবলে পড়ে। প্রশাসনের তরফে বারবার সর্তক করা হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যে ক্ষেতে চাষবাস কিংবা নদীতে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। বাড়িতে থাকলে ছাদে যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু এরপর ও মৃত্যু মিছিল থামার নাম নেই।
এসএ/