স্কুলবাস খাদে পড়ে ১৬ জন নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের হিমাচল প্রদেশে স্কুলবাস খাদে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের ভাষ্য মৃতের সংখ্যা আরো বাড়বে।
সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় হিমাচল প্রদেশের কুলুতে জাংলা গ্রামের কাছে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।
কলকাতার আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, ‘বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।’
কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, “সকাল সাড়ে আটটা নাগাদ জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
জেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানিয়েছেন, “বাসটিতে কমপক্ষে ৪০ জন ছাত্র ছিল। ভারতের সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।”
এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
এসএ/