ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ডেনমার্কের শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৩

ডেনমার্কে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় রবিবার (৩ জুলাই) বিকালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ ঘটনায় ঘটে। পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর বয়স ২২ বছর। এটি সন্ত্রাসবাদের উদ্দেশ্যে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিং মলের অভ্যন্তরে ছোটাছুটি করছে। হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

ওআ/