নূপুর শর্মার মাথা এনে দিলে আমার বাড়িটা তাকে দিয়ে দেব: আজমির শরীফের খাদেম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নূপুর শর্মার মাথা এনে দিলে আমার বাড়িটা তাকে দিয়ে দেব: আজমির শরীফের খাদেম

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে নিয়ে হিংসাত্মক মন্তব‍্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন আজমির শরিফ দরগার খাদেম সলেমান চিস্তি। মঙ্গলবার (৫ জুলাই) গভীর রাতে তাঁকে গ্রেফতার করল আজমির পুলিশ বাহিনী। আজমিরের এএসপি বিশ্বাস সাঙ্গওয়ান একথা জানিয়েছেন সাংবাদিকদের। 

মঙ্গলবারই ভাইরাল হয়ে গিয়েছিল আজমির দরগার খাদিমের ওই ভিডিও। এই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, আমার জন্মদাত্রী মায়ের নামে শপথ করে বলছি, নূপুর শর্মাকে সবার সামনে গুলি করে মারব। আমার ছেলেমেয়েদের নামে বলছি, যদি কেউ নূপুর শর্মার মাথা কেটে আমার কাছে নিয়ে আসে, তাহলে আমার বাড়িটা তাকে দিয়ে দেব। এটা সলেমানের প্রমিস। 

ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর বিতর্ক ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই ব‍্যক্তি। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। অবশেষে মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে গ্রেফতার করা হয় সলেমানকে। গত সপ্তাহেই ভারতের রাজস্থান নূপুর শর্মাকে সমর্থন করার জেরে এক হিন্দু দর্জিকে খুন করে দুই দুস্কৃতী। সেই ঘটনার আগেও একইভাবে ভিডিও জানিয়ে দর্জিকে হুমকি দিয়েছিল দুই অভিযুক্ত।সলেমানের ভিডিও ভাইরাল হতেই আলওয়ার গেট থানায় অভিযোগ দায়ের করা হয়। 

আজমিরের এএসপি জানিয়েছেন, এমন ভিডিও বানানোর অভিযোগে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে। তাকে বলতে শোনা যায়, ভিডিওতে সলেমানকে মত্ত অবস্থায় দেখা যায়। আপাতত তাকে খোঁজার চেষ্টা চলছে। অবশেষে কয়েক ঘন্টার মধ‍্যেই তাকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, এর আগেও বিভিন্ন কারণে পুলিশের কাছে সলেমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। 

উল্লেখ্য, রাজস্থানের উদয়পুরের যুবকের মুন্ডচ্ছেদের ঘটনায় তোলপাড় সারা ভারত জুড়ে। এই পরিস্থিতিতে হত‍্যাকান্ডের তীব্র নিন্দা করে সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানাতে দেখা গিয়েছিল মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিংবা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতা ও হত‍্যাকান্ডের নিন্দায় সরব হন।

এসএ/