মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে ঈদ উদযাপন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাকি দেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকা মহাদেশে আজ (শনিবার) পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে।
শনিবার (৯ জুলাই) সৌদি আরবের রাজা সালমান নিজের দেশের নাগরিকদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানকে ঈদ-আল-আজহার শুভেচ্ছা জানিয়েছে বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে সালমান বলেন, করোনা মহামারির বিধি-নিষেধ কমে যাওয়ার কারণে চলতি বছর হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এ বছর দশ লাখ মানুষ হজ করছেন। এ ছাড়া, হজযাত্রীদের শারীরিক সুস্থতা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
গত বছর করোনা মহামারির বিধি-নিষেধের কারণে মরক্কো, ওমান, তিউনিশিয়াসহ বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ঈদ-উল-আজহার নামাজ বাতিল করা হয়। কিন্তু চলতি বছর করোনা মহামারীর প্রাদুর্ভাব কমে যাওয়ায় দেশগুলোতে কোনো বিধি-নিষেধ থাকছে না।
মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়া মহাদেশের ফিলিপাইন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়ও পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।
ওআ/