বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরানসহ আরও বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হয় ১০ জুলাই।
অন্যদিকে, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ৯ জুলাই। করোনা মহামারির ধাক্কা সামলে এ বছর দেশগুলোতে অনেকটাই বিধিনিষেধ মুক্ত হয়ে ঈদের আনন্দ উপভোগ করেছের ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলমানদের কাছে ঈদুল আজহা হলো ‘ত্যাগের উৎসব’।
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ফিলিস্তিনের জেরুজালেমে ঈদুল আজহার প্রথম দিনে আনন্দ ভাগাভাগি করেন মুসল্লিরা।
বুরকিনা ফাসোর ওয়াগাদুগুতে ঈদুল আজহার প্রথম দিনে নামাজের পর শিশুরা প্রার্থনার মাদুরে বসে থাকে এভাবে।
আইভরি কোস্টের আবিদজানের একটি জেলা, আদজামে ঈদুল আজহার নামাজের পর মুসলিমরা পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে।
ঈদুল আজহার ছুটিতে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মুসলমানরা সকালে ঈদের নামাজ আদায় করেন।
থাইল্যান্ডে মুসলমানরা দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে ঈদুল আজহার নামাজের জন্য একটি মসজিদের সামনে জড়ো হচ্ছেন।
মালয়েশিয়ায় বসবাসকারী এক রোহিঙ্গা কন্যা শিশু কুয়ালালামপুরে ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির দৃশ্য দেখছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়াতে ঈদের নামাজ আদায় করেন মুসলিম নারীরা।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুরস্কের সীমান্তের কাছে বাব আল-হাওয়াতে ঈদের নামাজ আদায় করতে মুসলমানরা জড়ো হন।
ভারতের নয়াদিল্লির জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
নেপালের কাঠমান্ডুর কাশ্মীরি মসজিদে মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন।
নাইজেরিয়ার আবুজায় ঈদুল আজহার সকালের নামাজ আদায় করেন মুসলমানরা।
সোমালিয়ার মোগাদিসুতে নবনির্মিত আলী জিম'লে মসজিদে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা।
আফগানিস্তানের কাবুলে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
ইরাকের মসুলের আল-নুরি মসজিদে ঈদুল আজহার নামাজের জন্য একজন ইমাম খুতবা দিচ্ছেন।
ফিলিপিনো মুসলমানরা মেট্রো ম্যানিলার তাগুইগ সিটিতে ঈদের নামাজের পর নীল মসজিদের বাইরে জড়ো হন।
পাকিস্তানের করাচিতে মুসলমানরা রাস্তার পাশেও ঈদের নামাজ আদায় করেন।
ওআ/