বিধ্বস্ত কার্গো বিমানে অস্ত্র নয়, মর্টার শেল ছিল: আইএসপিআর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিধ্বস্ত কার্গো বিমানে অস্ত্র নয়, মর্টার শেল ছিল: আইএসপিআর

ইউক্রেনের একটি কার্গো বিমান শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। এতে বাংলাদেশের কোনো অস্ত্র ছিল না, তবে মর্টার শেল ছিল বলে জানিয়েছে  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

রবিবার (১৭ জুলাই) দুপুরে আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সার্বিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার গ্রিসের উত্তরাঞ্চলের কাভালা শহরে বিধ্বস্ত হয় ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান পরিচালিত আন্তোনভ অ্যান-১২ কার্গো বিমানটি। তাতে ক্রুসহ আটজন আরোহী ছিলেন, এদের সবাই মারা গেছেন। ঢাকায় পৌঁছানোর আগে জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল কার্গো বিমানটির।

বিবিসি জানায়, ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে গ্রিসের কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন পাইলট। কিন্তু সিগন্যাল হারিয়ে গেলে রানওয়েতে আর পৌঁছানো সম্ভব হয়নি। কাভালা শহরের কাছে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে।

ওআ/