Logo

আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। যাদে...

বিজ্ঞাপন

ক্রীড়া ডেস্ক: বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মেগা অকশনের প্রাথমিক তালিকায় আছেন ৯ জন বাংলাদেশি ক্রিকেটার। যাদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

এবারের আইপিএলে ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি বা প্রায় ২ লাখ ৬৯ হাজার মার্কিন ডলার। এই তালিকায় আছেন সাকিব ও মুস্তাফিজ। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। তবে এবার উন্নতি হয়েছে মুস্তাফিজের। গত আসরে টাইগার এই পেসারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।

বিজ্ঞাপন

যদিও এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি বিসিসিআই। ফলে এখনই জানা যাচ্ছে না বাংলাদেশের বাকি ৭ ক্রিকেটারের নাম। তবে এটি নিশ্চিত যে, ১.৫ কোটি বা ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় নেই তারা।

ব্যাঙ্গালোরে আসন্ন আইপিএল-২০২২ এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। এবারের অকশন তালিকায় আছেন মোট ১,২১৪ জন ক্রিকেটার। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটারই আছেন ৮,৯৬ জন এবং বিদেশি ক্রিকেটার আছেন ৩১৮ জন।

যার মধ্যে সবমিলিয়ে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অঙ্গণে খেলার অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD