মারা গেছেন বিখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মারা গেছেন বিখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং

বলিউডে গজল সম্রাট নামে খ্যাত ভূপিন্দর সিং আর নেই। সোমবার (১৮ জুলাই) বিকেলে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২।

বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়াণ এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসব জটিলতায়ই মুম্বাইয়ের জুহুর এক বেসরকারি হাসপাতালে সোমবার বিকেলে তিনি পরলোকগমন করেন। গায়কের স্ত্রী মিতালী সিং এ তথ্য জানিয়েছেন।
ভূপিন্দর সিং অজস্র গান গেয়েছেন হিন্দি ও বাংলা ভাষায়। বলিউডে তার বিখ্যাত গানগুলির মধ্যে রয়েছে, ‘এক অকেলা ইস শহর মে’, ‘নাম গুম যায়েগা’, ‘দিল ঢুন্ডতা হ্যাঁয় ফির ওয়াহি’ ইত্যাদি।

মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের মুখেমুখে শোনা যায়। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানগুলো শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

ওআ/