চিত্রনায়িকা তানহার বাসা থেকে ১৫ লাখ টাকার গহনা চুরি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢালিউড চিত্রনায়িকা তানহা মৌমাছির বাসায় বড় ধরনের চুরি হয়েছে। তার ব্যবহৃত হীরার গহনা ও দামি ঘড়িসহ প্রায় ১৫ লাখ টাকার মূল্যের জিনিস চুরি হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শোবার ঘরের থেকে দরজা ভেঙে এই চুরি করা হয়েছে।
এই নায়িকার বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। বাবার জন্য ভোট চাইতে বর্তমানে তিনি তার গ্রামের বাড়তে রয়েছেন। আর সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে।
এরই মধ্যে চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তানহা মৌমাছি।
এই বিষয়ে তানহা মৌমাছি গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার রুম থেকে কিছু সময়ের মধ্যে বাড়ির ছাদে গিয়েছিলাম। দুই ঘণ্টার মধ্যে এই চুরি হয়েছে। যারা এই চুরির ঘটনা ঘটিয়েছে, মনে হচ্ছে তারা আমাদের পরিচিতদেরই কেউ। একদিকে বাবার নির্বাচন অন্যদিকে এই চুরি ঘটনা। বড় ধরনের ধাক্কা খেলাম।’
তিনি আরো বলেন, ‘গয়নার জন্য আমার দুঃখ নেই। কিন্তু আমার একটি মূল্যবান লাকি আংটি নিয়ে গেছে ওরা। যেটা আমি ১৩ বছর ধরে যত্ন করে রেখেছিলাম। এটা আমার কাছে অনেক মূল্যবান। আংটিটার জন্য বেশি কষ্ট লাগছে।’
উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। ইতোমধ্যে তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সবশেষ তাকে দেখা গেছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে। মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু চলচ্চিত্র।
ওআ/