শাকিবের বিয়ে আগামী বছর, দেখা হচ্ছে পাত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শাকিবের বিয়ে আগামী বছর, দেখা হচ্ছে পাত্রী

আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার জন্য পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বিয়ে করবেন তিনি। 

দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন শাকিব খান নিজেই।

ঢালিউডের সুপারস্টার বলেন, ‘চলার পথে একান্ত আপন কারও সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি। ’

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব-অপুর বিয়ে হয়। তারা ৯ বছর বিয়ের খবর গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সী ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে হাজির হন অপু। এরপর  ইস্যুটি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এই ঘটনার পরই তাদের সংসার ভেঙে যায়।  

অপুর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের প্রেম-বিয়ের গুঞ্জন আছে। যদিও তারা কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি।

ওআ/