Logo

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:৪৪
74Shares
সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

সূত্র জানায়, ব্যবসায়ীরা প্রথমে লিটারপ্রতি ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার তা মেনে নেয়নি। আলোচনায় প্রতি লিটার তেলের দাম ১ টাকা করে বাড়ানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে হঠাৎ দাম বৃদ্ধির যুক্তি দেখিয়ে প্রস্তাব দিয়েছে। তবে তাদের দাবি বাস্তবতার চেয়ে অনেক বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করেছি এবং সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি।”

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানাচ্ছেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ব্যারেলপ্রতি ১,২০০ ডলারে পৌঁছেছে। গত কয়েক সপ্তাহে ১৮-২০ শতাংশ দাম বেড়েছে পাম অয়েল ও সয়াবিন তেলের।

এর আগে গত ১২ আগস্ট সরকার পাম তেলের দাম ১৯ টাকা কমিয়ে লিটারপ্রতি ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তখন বোতলজাত সয়াবিনের দাম ১৮৯ টাকা অপরিবর্তিত রাখা হয়। এপ্রিল মাসেও একই দাম নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এই করও বাজারে প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন

বর্তমানে বাজারে সরকার নির্ধারিত প্রতি লিটার তেলের দাম: বোতলজাত সয়াবিন: ১৮৯ টাকা, খোলা সয়াবিন: ১৭৪ টাকা, পাম তেল: ১৫০ টাকা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD