Logo

ব্যাংক গ্যারান্টিতে শুল্কমুক্ত আমদানির সুযোগ রপ্তানিকারকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩
46Shares
ব্যাংক গ্যারান্টিতে শুল্কমুক্ত আমদানির সুযোগ রপ্তানিকারকদের
ছবি: সংগৃহীত

রপ্তানি বাণিজ্যকে আরও সম্প্রসারণ ও উৎপাদনশীলতা বাড়াতে আংশিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলোকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধার আওতায় এখন থেকে এসব প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানি করতে পারবে।

বিজ্ঞাপন

২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। সোমবার (২৯ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনেক প্রতিষ্ঠান নানা কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স নিতে পারে না। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন এ সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে তারা আমদানি করা কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক ও কর পরিশোধের পরিবর্তে সমমূল্যের ব্যাংক গ্যারান্টি জমা দিয়েই শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবে।

বিজ্ঞাপন

এনবিআরের মতে, এই উদ্যোগ শিল্প উৎপাদনে নতুন গতি আনবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং দেশের সামগ্রিক রপ্তানি আয় আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ বন্ড লাইসেন্স প্রক্রিয়া অনেক সময় ব্যয়বহুল ও জটিল হয়ে ওঠে, যা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে অনেকটাই সহজ হবে।

শর্ত অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধা পেতে প্রতিষ্ঠানগুলোকে আমদানি করা কাঁচামালের ওপর কাস্টমস কর্তৃক নির্ধারিত শুল্ক ও করের সমপরিমাণ বৈধ ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। একই সঙ্গে বন্ড ব্যবস্থাপনার অন্যান্য নিয়মও প্রযোজ্য থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD