Logo

ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:১৬
62Shares
ভারতে ফের ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার মাত্র ১২ দিনে (১৬ থেকে ২৭ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ, আর আখাউড়া বন্দরের মাধ্যমে রপ্তানি হয়েছে আরও ৩৭ টন, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৩৬ টনে।

রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত। তবে হাতে মাত্র এক সপ্তাহ থাকায় পুরো অনুমোদিত পরিমাণ রপ্তানি করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

বিজ্ঞাপন

রপ্তানিকারকরা বলছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেড়ে যাওয়ায় রপ্তানির পরিমাণ কিছুটা কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা প্রায় ১,৫২৫ টাকা বাংলাদেশি মুদ্রায়।

গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি করা হয়েছিল মাত্র ৬৩৬ টন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় উৎপাদন কম হলেও বিশেষ বিবেচনায় সরকার ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD